মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ রবিবার ১২ই জুন সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পৌরসভা পর্যায়ের এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, প্রধান শিক্ষক আরজু বেগম, ময়না প্রমুখ।
উদ্বোধনী খেলায় দক্ষিণ চেরেঙ্গা সপ্রাবি ২-১ গোলে কাজিরহাট সপ্রাবি কে ২য় খেলায় সতিঘাট সপ্রাবি ২-১ গোলে জলঢাকা মডেল সপ্রাবি কে এবং ৩য় খেলায় আইডিয়াল পাড়া সপ্রাবি ওয়াকওভার পেয়ে বিজয়ী হয় পশ্চিম বগুলাগাড়ী সপ্রাবি’র বিরুদ্ধে। সদর ক্লাস্টারের আয়োজনে টুর্নামেন্টে ২৫টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে।