শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের সন্তান মোঃ ফাহিম ঢাকা ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তির চান্স পেয়েছে। সে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কাটাছরা গ্রামের রফিকুজ্জামান মাষ্টার বাড়ীর সৌদি প্রবাসী মোঃ ফারুক ও হাসিনা বেগমের সেজো সন্তান।
মেধাবী মুখ ফাহিম ২০২০ইং সালে বিজ্ঞান বিভাগে জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসিতে ২০২২ইং সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। সফলতার ধারাবাহিকতায় ফাহিম ২০২২-২৩ইং শিক্ষাবর্ষে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস কোর্সে ৫ শতাধিক চান্স পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১৮২তম স্থান পায়।
অনুভূতি প্রকাশ করে ফাহিম বলেন- ছোটবেলা থেকে আমার পড়াশোনার প্রতি প্রচন্ড টান। কখনো স্বইচ্ছায় স্কুল ফাঁকি দিতাম না। মা-বাবা এবং শিক্ষকদের নির্দেশনা প্রতিনিয়তই মেনে চলার চেষ্টা করি তারই ফলাফল আমার আজকের সফলতা। আমি সকলের নিকট দোয়া কামনা করছি যেন সুন্দরভাবে বিডিএস কোর্স সম্পন্ন করতে পারি।
ফাহিমের স্বজন ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান বলেন- ফাহিম আমার সম্পর্কে নাতি হয়। তার সফলতায় আমরা খুশি। সে সুন্দরভাবে বিডিএস কোর্স শেষ করে সকলের মুখ উজ্জ্বল করবে এবং জনসেবায় নিজেকে নিয়োজিত করবে এটাই প্রত্যাশা।