বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে দারিদ্র গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের অধীনে প্রান্তিকজনগোষ্ঠির জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে বিএনকেএস অফিস প্রাঙ্গনে বিএসআরএম সহযোগিতায়, বিএনকেএস পরিচালনায় দারিদ্র্য গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের অধীনে প্রান্তিকজনগোষ্ঠির জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রোগ্রাম ম্যানাজার ভাননুন সিয়াম বম ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহরাব হোসেন প্রমুখ। এসময় এলাকার দারিদ্র্য গ্রামবাসীদের ফ্রী মেডিকেল চিকিৎসা এবং চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।