মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসার সাথে জড়িত জিএম মেহেদী হাসান(২৯) ও মোঃ ইয়াছিন শেখ(২৬) নামের দুইজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃত জিএম মেহেদী হাসান(২৯) খুলনা জেলার দিঘলীয়া থানাধীন চন্দনীমহল গ্রামের আতিউর রহমানের ছেলে ও মোঃ ইয়াছিন শেখ(২৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নাউরা ভাদুলিয়া গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।
রবিবার (১৫ই জুন) ২০২৫ইং নড়াগাতী থনাধীন ৬ নং খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারস্হ হেলাল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব পাল রাজু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিএম মেহেদী হাসান(২৯) ও মোঃ ইয়াছিন শেখ(২৬) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।