সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধি.
ময়মনসিংহের নান্দাইল বগরীকান্দা শাহী জামে মসজিদ যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ২০২৪ইং উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের বগরীকান্দা শাহী জামে মসজিদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগরীকান্দা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়।
তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুস সোবহান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৮নং সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং বিশেষ আকর্ষন ছিল বৌলাই কিশোরগঞ্জের “তালীমুন নিসা কওমী মহিলা মাদ্রাস” এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা সাইফুল ইসলাম।
মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন, রাজবাড়ীর “মাছ বাজার জামে মসজিদ” এর খতিব হযরত মাও. বিল্লাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন নেত্রকোনা জেলার “লুৎফিয়া দারুল উলুম মাদরাসা” এর মুহতামিম হযরত মাওলানা. বোরহান উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছার কৃতিসন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মাহর গৌরব, অন্ধ হুজুর মোহনা টেলিভিশনের ধর্মীয় আলোচক হযরত মাও, কাজিম উদ্দিন সাহেব।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাও. মাহবুবুল হাসান- ইমাম ও খতিব বগরীকান্দা কেন্দ্রীয় শাহী মসজিদ, হাফেজ মাও. হেলাল উদ্দিন- খতিব বগরীকান্দা দক্ষিনপাড়া জামে মসজিদ, হযরত মাও. আব্দুল কাদির আল আমিন হাসেমী- খতিব সাধু মুন্সি বাড়ী জামে মসজিদ, হযরত মাও. শোয়াইব আহমাদ- খতিব বগরীকান্দা মধ্যপাড়া জামে মসজিদ।
মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার কৃতিসন্তান গণমানুষের বন্ধু, নান্দাইল উপজেলা (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান- মো. হুমায়ন কবির (রতন)।
উল্লেখ্য- ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলে দ্বীনি বয়ান শুনে আত্মশুদ্ধির চেতনায় অনেক খুশি। মাহফিলে তাফসিরুল কুরআন শোনার জন্য হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি দেখা যায়।