শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিক) শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার ২৯শে মে বিকেলে নীলফামারী শেখ কামাল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ প্রমূখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতায় করেন সদর উপজেলা বালক দল ও সৈয়দ উপজেলা বালক দল। এতে ট্রাইবেকারে ৪-০১ গোলে জয় লাভ করে সৈয়দ উপজেলা বালক দল। বালিকা ফুটবল দলে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দপুর উপজেলা ফুটবল দল ও জলঢাকা উপজেলা ফুটবল দল। এতে ২-০ গোলে জয় লাভ করে জলঢাকা উপজেলা বালিকা ফুটবল দল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলা ও পৌরসভা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪জুন এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।