মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
নীলফামারীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ব্রিধান-২৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান- এবারে ব্রিধান-২৮ এর ফলন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪.৭৯ মেট্রিক টন। পর্যবেক্ষণ ও ধান কাটা-মাড়াইয়ের মাধ্যমে দেখা গেল হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে ৬.৩৩ মেট্রিক টন। সে অনুযায়ী প্রতি হেক্টরে চাল পাবে ৪.২৪ মেট্রিক টন।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, গোলাম জাকারিয়া, হাসিনুর রহমান, সাবেক ইউপি সদস্য ও কৃষক মনছুর আলী প্রামানিক, কৃষক তরিফুল ইসলাম চৌধুরী, কৃষক আব্দুস সাত্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।