");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--uehvlb .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--uehvlb .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--uehvlb .gt_switcher .gt_current{display:none}.gt_container--uehvlb .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--uehvlb .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--uehvlb .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--uehvlb .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--uehvlb .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--uehvlb .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
নীলফামারীতে বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ব্রিধান-২৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান- এবারে ব্রিধান-২৮ এর ফলন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪.৭৯ মেট্রিক টন। পর্যবেক্ষণ ও ধান কাটা-মাড়াইয়ের মাধ্যমে দেখা গেল হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে ৬.৩৩ মেট্রিক টন। সে অনুযায়ী প্রতি হেক্টরে চাল পাবে ৪.২৪ মেট্রিক টন।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, গোলাম জাকারিয়া, হাসিনুর রহমান, সাবেক ইউপি সদস্য ও কৃষক মনছুর আলী প্রামানিক, কৃষক তরিফুল ইসলাম চৌধুরী, কৃষক আব্দুস সাত্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।