রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ অফিসে মিটার রিডার মোঃ শাহাদত আলী কর্তৃক বিদ্যুৎ গ্রহক মোঃ রাশেদ আলীকে মারপিট। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোঃ হাসান আলীর পুত্র মোঃ রাশেদ আলীর অভিযোগ সূত্রে জানা যায়, গত (১৮ জানুয়ারি) ২০২৪ইং তারিখে সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটারের বিল বেশি হওয়ার বিষয় নিয়ে আবাসিক প্রকৌশলীর অফিসে কথা বলতে যায়।
এ সময় উপজেলার চকচকা গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ শাহাদত আলী (অস্থায়ী মিটার রিডার) এর সাথে মোঃ রাশেদ আলীর একপ্রকার কথা কাটাকাটি হয়। এ সময় শাহাদত আলী ক্ষুব্ধ হয়ে গ্রাহক রাশেদ আলীকে প্রকৌশলীর অফিস কক্ষে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর বিদ্যুৎ অফিসের অস্থায়ী মিটার রিডার গংরা ২য় ধাপে তাকে মারপিট করে। ঐ দিন উক্তব্যক্তিদ্বয় পূনরায় তাকে মারপিট করার জন্য বিদ্যুৎ অফিসের বাহিরে দলবদ্ধ হয়।
এ সময় গ্রাহক রাশেদ আলী ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত অফিসার মোঃ শফিকুল ইসলামকে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি সম্পর্কে অবগত হন। বিদ্যুৎ গ্রাহক রাশেদ আলী জানান, ফুলবাড়ী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ অফিসে কোন গ্রাহক অভিযোগ করতে এলে তাদের কেউ অপদস্ত হতে পারে।
এই ঘটনায় ভুক্তভুগি মোঃ রাশেদ আলী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো) এর পরিচালক এর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশুহস্তক্ষেপ কামনা করেছেন।