রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পুকুর থেকে অজ্ঞাত ৪২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যাক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল একটি কালো রংয়ের কামিজ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার সময় পোস্ট অফিসের পাশে ঝোপে স্থানীয়রা খড়ি সংগ্রহ করতে গিয়ে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায় । বিষয়টি পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।