শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
রামগড় স্থলবন্দর বাস্তবায়নে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়কের আধুনিকায়ান ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এমপি।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেন। এসময় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।