বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মাসখানেকের ব্যবধানে দ্বিতীয় বারের মতো বন্যা কবলিত বিশ্বনাথে প্রথম দিকে বন্যার্তদের উদ্ধার করার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করে করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার ২৫শে জুন দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার ও মুফতিরগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা। এর পূর্বে শুক্রবার (২৪ জুন)’সহ বিগত কয়েক দিনে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সেনা সদস্যরা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com