শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের বন্যার্তদের মধ্যে ‘জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ২৬শে জুন দুপুরে পৌর শহরের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শ্রীধরপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের ২ শতাধিক বন্যার্ত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র আহবায়ক অধ্যাপক ডাঃ রোকন উদ্দিনের সভাপতিত্বে ও রামাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র সদস্য সচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ, যুগ্ম আহবায়ক ডা. বাছিরুল ইসলাম টিপু, ডাঃ মোহাম্মদ হোসেন রবিন প্রমুখ।