শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে প্রবাসীদের অর্থায়নে রেড রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৮ই জুলাই দুপুরে বন্যার্তদের মধ্যে এই ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, বৈরাগী বাজার বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- রেড রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশাররফ আলী, সহ সভাপতি মনসুর আহমদ, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রহমত, সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান ইমরান, মবশির আলী, ছমসু মিয়া, আনাই মিয়া, শংকু দাস, আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।