শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য এবং মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮শে এপ্রিল বিকেলে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি আবুতোরাব বাজার প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি মিহির কান্তি নাথ, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী বেলাল উদ্দিন, নুরুল গনি, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।