রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার রাত ৯টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- মঙ্গলবার রাত ৯টার দিকে টেকেরহাট ব্রীজ এলাকায় কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি, হাতাহাতি ও মারপিট হয়। এই ঘটনার জের ধরে বুধবার রাত ৯টার দিকে টেকেরহাট বন্দরে ঘোষালকান্দি গ্রামের মামুন ও পূর্ব স্বরমঙ্গল এলাকার হৃদয় নামে এক কিশোরের সাথে সিনিয়র-জুনিয়র নিয়ে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ঘোষালকান্দি ও পূর্ব স্বরমঙ্গল গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয় অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান- তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com