বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-ঊল ফিতর উদযাপন উপলক্ষে মাদারীপুরে সাংবাদিক সংগঠন ‘মৈত্রী মিডিয়া সেন্টার’ এর উদ্যোগে অসহায় অসচ্ছল ২০টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে মাদারীপুর নতুন শহর মৈত্রী মিডিয়া সেন্টারের কার্যালয় থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসাইন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলার চাউল, তেল, দুধ, চিনি, সেমাই ও সাবান। ঈদ উপহার পেয়ে খুশি অসহায় পরিবারগুলি। এসময় সংগঠনের সভাপতি মাহবুবর রহমান বাদল, সহঃ সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, কোষাধ্যক্ষ মাসুদ সরদার, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সম্পাদক সাইফুল ইসলাম নয়ন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, কার্যকারী সদস্য শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।