সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে গত ২০শে মে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অবৈধ কমিটি ঘোষণা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একাংশ।
সোমবার ২২শে মে সকালে মাদারীপুর পুরান বাজার শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রী মন্দির প্রাঙ্গণে এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সহঃ সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- কেন্দ্রীয় কমিটির সম্মানিত ও প্রথিতযশা নেতৃবৃন্দকে অন্ধকারে রেখে কতিপয় দুষ্টচক্র সম্মেলন ও কাউন্সিলের নাটক সাজিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাদারীপুর শাখার অবৈধ কমিটি গঠন করা হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বাস্তবায়নে যে সংগঠনটি ৩৫ বছর ধরে কাজ করছে। সেই সংগঠনের সভাপতি করা হয়েছে একজন দেবত্বর ও নিস্কন্ঠক কালীমাতার মন্দিরের ভূমি দখলকারীকে। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পুনরায় সম্মেলনের মাধ্যমে সর্বজন স্বীকৃত নতুন কমিটি গঠন করে ঐক্য পরিষদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জোড় দাবী জানাই।
মাদারীপুর সনাতন সম্প্রীতি সংঘের সিনিয়র সভাপতি আশীষ কুমার বৈদ্য বলেন- আমরা চাই সবাইকে নিয়ে সমন্বয় করে কমিটি গঠন করা হোক। এটাই আমাদের দাবী। যদি না করে তাহলে আপনারা কি করবেন? সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দাবী করেই যাবো। এছাড়া আমাদের কিছু করার নাই।