সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবা মন্ত্রণালয়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর সিভিল সার্জন মোঃ মুনীর আহমেদ খান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।