শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি‘র বেশ কয়েকজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই জুন বিকেলে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ ও ইসলামি যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। মিছিলটি শহরের পুরান বাজার বড় মসজিদ থেকে কাজীর মোড় হয়ে শকুনী লেকেরপাড় মুক্তমঞ্চে গিয়ে শেষে হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদী বক্তব্য ও মোনাজাত করা হয়। এ সময় নূপুর শর্মা ও তার সহকর্মী নাভিন কুমার জিন্দালের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাদারীপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি ও পুরান বাজার বড় মসজিদের প্রাক্তন ইমাম ক্বারী মোঃ বোরহান উদ্দিন খান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও চন্ডিবর্দি দরবার শরীফের পীর সাহেব মওলানা আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, ইসলামি যুব সমাজের সভাপতি গোলাম আজম ইরাদ, কার্যকরী সদস্য রাজ্জাক সরদার, পুরান বাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন ভুইয়াসহ অনেকেই।