মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জে আন্তঃ জেলার ডাকাত দলের সদস্য প্রকাশকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত অনুমান ৯ ঘটিকায়, আন্তঃজেলার ডাকাত দলের সদস্য প্রকাশ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একটি স্পেশাল টিম।
পুলিশের স্পেশাল টিম এর সদস্য এই আই সাঈদ জানান- আপাজ উদ্দিন ওরফে প্রকাশের নামে, সিলেট, সুনামগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, হবিগঞ্জ, নবীগঞ্জ থানা’সহ একাধিক, চুরি, ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে প্রকাশের উপর।
পুলিশের স্পেশাল টিমের অন্য-তম সদস্য এএস আই সিরাজ বলেন- গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে, আমাদের সাথে থাকা স্পেশাল ফোর্স নিয়ে, নবীগঞ্জের দীঘল বাক ইউনিয়ন এর পারকূল গ্রামে অভিযান পরিচালনা করে, মৃতঃ সৈঞ্জব উল্লাহ পুত্র আপাজ উদ্দিন ওরফে প্রকাশ(৪৬)কে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য আপাজ উদ্দিন ওরফে প্রকাশকে।