সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর -৫ আসন (ফুলবাড়ী- পার্বতীপুর) এই আসনে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার (৩৫ বছর) এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৭০৩ জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০ জন।
তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
গত ৩৫ বছরে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যার মধ্যে রয়েছে পল্লী সড়ক নির্মাণ, পল্লী সড়ক মেরামত, বৃহৎ সেতু নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ, খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি।
একইভাবে পার্বতীপুর উপজেলাতেও স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, আর সব সময় অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
যার কারণে জনগণের আস্থা আজও ধরে রেখেছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন। এই নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন দুই উপজেলার আওয়ামী নেতৃবৃন্দ। উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান ফুলবাড়ীর গ্রাম গঞ্জের রাস্তা ঘাট গুলো পাকা হয়ে গেছে, স্কুলে স্কুলে ভবন নির্মাণ হয়েছে, ফুলবাড়ী বহুতল উপজেলা পরিষদের ভবন নির্মাণ হয়েছে, এই সবই সম্ভব হয়েছে এই এলাকার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি‘র অক্লান্ত প্রচেষ্টায়, তিনি পার্বতীপুর-ফুলবাড়ী বাসীকে অনেক দিয়েছেন।
আমাদের উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ।
একইভাবে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন জানান, পার্বতীপুরের মানুষ সব সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সমর্থন দিয়ে এসেছে, আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।