শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে সূষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্মানিত নাগরিক,বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি, সদস্য ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম,
পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মোঃ ইমরান জাকারিয়া, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ অন্যান কমর্কর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করে আসন্ন পবিত্র ঈদ- উল- ফিতরকে সামনে রেখে কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুষ্ঠু ও সুন্দর করা যায় সে বিষয়ে উপস্থিত নাগরিকগন ও সাংবাদিকগনের মধ্যথেকে অনেকেই মতামত দেন।
সম্মানিত ডিআইজি মহোদয় তার বক্তব্যে বলেন- আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে রাজশাহীতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতেও পুলিশ তৎপর রয়েছে। পণ্যবাহীসহ যে কোন গাড়িতে কেউ চাঁদাবাজি বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হব।
পুলিশের কোন সদস্য অনিয়ম ও অপরাধের সাথেজড়িত হলে অনুসন্ধান সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান। রাজশাহীতে কোন অনিয়মের বিষয়ে কেউ তথ্য দিতে চাইলে জরুরী সেবা ৯৯৯ এর পাশাপাশি রেঞ্জ কন্ট্রোল রুম এর ০১৩২০১২২৪৯৮ নম্বরে তথ্য দেবার আহ্বান জানান।