রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার মাদারীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাস, সরকারি কর্মকর্তা, খামারীসহ অনেকেই।
আলোচনা সভায় বিশ্ব দুগ্ধ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান আলোচক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। এসময় তিনি বলেন- আমরা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মাদারীপুর জেলা সদরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে দুইশত মিলিলিটার তরল দুধ ও টিশার্ট বিতরণ করা হবে। এছাড়াও দুধের গুণাগুন সম্পর্কে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথ ভাবে এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com