শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
নব-গঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২রা নভেম্বর। ইতিমধ্যে মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বিশ্বনাথ উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে, এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মুহিবুর রহমান বলেন- আমাকে বিভিন্ন সচেতন মহল মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছেন। আমি তাদের সকলের আহ্বানকে সম্মান জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। তবে, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই।
এছাড়া বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে প্রায় শতাধিক প্রার্থী তৎপরতা শুরু করেছেন। নির্বাচনের দিনক্ষণ আরও ঘনিয়ে আসলে নিশ্চিত হওয়া যাবে শেষ পর্যন্ত কারা থাকবেন ভোটের লড়াইয়ে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ই অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ই অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ই অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ই অক্টোবর এবং ভোটগ্রহণ ২রা নভেম্বর। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিগত ২০১৯ইং সালের ২১শে অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পায়। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন।