বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার, ধর্ম যার যার উৎসব সবার।
তাই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণভাবে ও শতভাগ নিরাপত্তার সাথে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের সাথে আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করার কারণেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সকল অশুভ শক্তিকে ধ্বংস করে, অনিয়ম-দূর্নীতি-সন্ত্রাস-লুটপাটকারীদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি দেশবাসীকেও সোচ্চার হতে হবে।
তিনি শুক্রবার ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যার সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
পৌর শহরের শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিতরণের জন্য উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের নেতৃবৃন্দের হাতে বস্ত্র তুলে দেন প্রধান অতিথি।
উপজেলা পূজা উপদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, আকদ্দুস আলী, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার ঝিনু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, সদস্য আকবর আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাহেদ সুমন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য বিরেন্দ্র কর, আব্দুল হক, মনোহর হোসেন মুন্না, রাজু আহমদ খান, ওসমানীনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি বিজয় দে, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদ মিয়া, যুগ্ম আহবায়ক অজিত দেব, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা রনজিত দাশ, ইস্তিয়াক খান, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদের সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ছাত্র পরিষদের সভাপতি অমিত দে, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দে রাজু প্রমুখ নেতৃবৃন্দ।