বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
লাবলু বিশ্বাস- ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধঃ
উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর বাজার এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন- ঈশ্বরদী ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান, সুমন আলী প্রমূখ।
বিক্ষোভকালিন বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে বালু মহল ইজারা না দেয়ায় ১১ মামলার আসামি টুটুল ও তার ভাই সুমন এপর্যন্ত অবৈধ্যভাবে বালু-ভরাট তুলে ব্যাবসা করে আসছিল। কিন্তু এ বছর সরকার বালু মহল ঘোশনা করে প্রায়৬ কটি টাকা দিয়ে ইজারা পাই ছামিরুল এন্টার প্রাইজ।
টুটুল- সুমন ইজারা না পেয়ে এতে তারা ক্ষিপ্ত হয়ে ইজারা গ্রহনকারীদের বিরুদ্ধে নানা সড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ই জানুয়ারি ছামিরুল এন্টার প্রাইজ মালিক ছামিরুলের উপরে হামলা চালাই। পরে ছামিরুল লালুপুর থানায় একটি মামলা দায়ের করলে। গত ২৩শে জানুয়ারি বালু মহলের বিরুদ্ধে টুটুল- সুমন ও তাদের অনুসারীরা মিলে একটি লোক দেখানো মানববন্ধ করে।
এনিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘন্টা ব্যপি টুটুল- সুমন গং এলাকার চিহ্নিত সন্ত্রাসি, বালু খেকো, চাঁদাবাজ ও মাদক কারবারি দাবি করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসি।