");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--soi6mq .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--soi6mq .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--soi6mq .gt_switcher .gt_current{display:none}.gt_container--soi6mq .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--soi6mq .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--soi6mq .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--soi6mq .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--soi6mq .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--soi6mq .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলায় পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
বুধবার ১৫ই মার্চ সকাল ১১টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস টি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা আবুল মনসুর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানচি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দূর্যোগ ব্যাবস্হপনা কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ সুজন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্হাপক জমির উদ্দিন চৌধুরী, থানচি থানার এসআই ঈমাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানচি বাজারের ব্যাবসায়ী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মচারী বৃন্দ।