বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
মঙ্গলবার (১১ মার্চ) ২০২৫ইং তারিখ সকালে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানাধীন উলুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ আরমান হোসেন(২৬) নামক ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান হোসেন(২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃতঃ মোবারক হোসেন এর ছেলে।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।