বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধি.
বান্দরবানের থানচিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ২০২৪ইং বিকালে বাজার প্রাঙ্গণে ইস্কনের বিরূদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নেতৃত্বে ইস্কনের বিরূদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হোটেল ডিসকভারি হয়ে বাস স্টেশন প্রদক্ষিন শেষে পুনরায় হোটেল ডিসকভারি প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, টিএন্ডটি পাড়া জামে মসজিদে খতিব জোবায়ের, থানচি বাজার জামে মসজিদে ইমাম ও খতিব আনিসুল্লাহ মোবারক, থানচি মুসলিম যুব ও ছাত্র পরিষদের সভাপতি হারুনুর রশিদ টিপু, টিএন্ডটি পাড়া মাদ্রাসা শিক্ষক আবু রায়হান আলিফ, নাসির উদ্দিন ও মোয়াজ্জেম প্রমুখ।
এছাড়া থানচি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও থানচি আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ এবং ছাত্র জনতারসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।