শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ সদরে একের পর এক বেড়েই চলেছে চুরির ঘটনা। চুরির আতঙ্কে আতঙ্কিত ও রাতের ঘুম হারাম শহরবাসীর। বিশেষ করে পৌরবাসী’র রাতের ঘুম হারাম করে দিয়েছে সংঘবদ্ধ যানবাহন অজ্ঞাত চোর-চক্রের দল।
নবীগঞ্জ শহর ও শহরতলীর জনগনের জান মালের রক্ষায় শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও শহরে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ করা সম্ভব হচ্ছে না বলে এমন মন্তব্য সচেতন মহলের।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন- সম্প্রতি যে হারে টিপ চাকু ধরে ছিনতাই ও বিভিন্ন যানবাহন দিনে-দুপুরে চুরি হচ্ছে তাতে রাতের ঘুম হারাম করে দিয়েছে চুর-ছিনতাইকারী চক্র। অতীতের চুরি-ছিনতায়ের সকল রেকর্ড অতিক্রম করছে সম্প্রতি সময়ে।
সচেতন মহল জানতে চায় পুলিশের এতো টহল এবং কার্যক্রম থাকা সত্বে কিভাবে বাড়ছে চুরি-চিনতাই। তারা আরো বলেন- হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি সর্বক্ষেত্রে এতো সফলতার ভুমিকা রাখছেন এবং প্রশংসিত হচ্ছেন হবিগঞ্জ সহ নবীগঞ্জ উপজেলাবাসীর কাছে।
গত ১৮/০৭/২২ খৃষ্টাব্দে সন্ধ্যা ৭ ঘটিকায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বাসিন্দা মাজেদুর রহমান বাবু‘র বাড়ি থেকে কালো/সাদা রঙের একটি ডিস কভার বাইক বিশেজ্ঞ চোর চক্রের সদস্যে চুরি করে নিয়ে যায় ।
বাইকটি’র রেজিঃ নং, সিলেট মেট্রো-হ ১২-৪৮২১, ইঞ্জিন নং jzxwma29142 চেসিস নং psub44by8mtd51118 অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে যায়। নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পরও বাইকটি’র কোন ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। বিষয়’টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, পৌর বাসী খুবি আতংকিত। পুলিশের এতো কড়া নজর-ধারি থাকার পর ও একের পর এক চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। এ ঘটনায় আদৌ সাইকেল’টি উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সচেতন মহল পুলিশ সুপার এর সম্প্রতি সময়ে যানবাহন চুরির হিড়িক নিয়ে সু দৃষ্টির আহবান ও জানান অনেকে। গত ১ বছরে নবীগঞ্জ পৌর শহর’সহ হবিগঞ্জ শহরে প্রায় ৩০/৩৬ টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন চুরি হলেও সব চোরের নাগাল পায়নি পুলিশ।
এহেন বিষয়ে সিলেট রেঞ্জ (ডি. আই. জি) মোহম্মদ মফিজ উদ্দিন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টাকালে উনাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এব্যপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহম্মদ ডালিম আহমদ বলেন- যেখান থেকে বাইকটি চুরি হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ না থাকার কারণে চোর চিহ্ন করা সম্ভব হচ্ছে না, তবে আমরা যতা সাধ্য চেষ্টা করছি বাইক’টি উদ্ধার করার এবং চোরকে ধরার।