রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়ন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার ৬ই মে দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আইলমারা পাড়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়।
জানা যায়- আজ দুপুরে বলি বাজারে আসা যাওয়ার সময় সাঙ্গু নদী পার্শ্বে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পরে থাকতে দেখে মানুষের মধ্যে বলা বলি হয়। তারপর থানচি থানায় খবর দেয় হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এই নিয়ে বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার অংসানু মারমা বলেন- বলিবাজারে বলাবলি মাধ্যমে জানতে পারি সাঙ্গু নদী পার্শ্বে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পরে আছে। এই খবর পাওয়ার পর আমি থানচি থানায় খবর দিলে থানচি থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন- বলিপাড়া ইউনিয়ন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ পরে থাকা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় স্থানীয় ভাবে কেউ কিছুই বলতে না পারায় প্রাথমিক ভাবে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে।
লাশটি ময়না তদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।