বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন যাবত মাদারীপুর স্টেডিয়াম সড়ক ক্ষতি গ্রস্হ এই সড়কটির ভগ্নদশা ও জলাবদ্ধতার কারণে স্থানীয় নাগরিক ও জেলার ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ব্যক্তিবর্গের যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। আজ মাদারীপুর পৌরসভা কর্তৃক ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন।http://www.rthd.gov.bd/
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, পৌর চেয়ারম্যান খালিদ হোসেন ইয়াদ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
ড্রেনসহ এই সড়কটি নির্মিত হলে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে প্রবেশগম্যতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।