");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--l5lxna .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--l5lxna .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--l5lxna .gt_switcher .gt_current{display:none}.gt_container--l5lxna .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--l5lxna .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--l5lxna .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--l5lxna .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--l5lxna .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--l5lxna .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা সদর থানার মালঞ্চী ইউনিয়নের গজমতি কুন্ডা গ্রামের মহিষ গারা নামক স্থানে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ভূমিদস্যদের হাতে জমির মালিক মোঃ মহাসিন আলম আহত হন।
গত ১৯শে অক্টোবর বুধবার দুপুর ২ঃ৩০ ঘটিকার সময় ভূমি দস্যুরা জোর করে জমি দখল করতে আসলে এই ঘটনা ঘটে।
গত ১৫ই অক্টোবর মালঞ্চী ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মালঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ কটা বাবু, কয়েকজন ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য প্রধান বর্গ প্রধান উপস্থিত ছিলেন।
সেই সালিশি বৈঠকে জমির মালিকদেরকে জমি চাষ করতে বলেন- বাকি ৮৪ দাগের ১৯.৫০ শতাংশ জমি ফেলে রাখতে বলেন।
গত ১৯শে অক্টোবর বুধবার এই সাড়ে ১৯ শতাংশ জমি জোর করে দখল করতে আসেন ভূমিদস্য ১। মোঃ ফেরদৌস(৪৫)পিতা-মৃত কাশেম কলাই সাং শালগাড়ীয়া ফরেস্ট পাড়া ২। মোঃ আব্দুল মতিন(৫৫) পিতা-মৃত রিয়াজ উদ্দিন ৩। মোঃ রফিকুল ইসলাম(৪৩) ৪। মোঃ ইমদাদুল হক কালু(৫০) উভয় পিতা আব্দুল গফুর মুসল্লী সর্বসাং গজমতি কুন্ডা আরো অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন হাতে চাপাতি, হাশুয়া, ধারালো ছড়া, লোহার রড, জি আই পাইপ, লাঠি সোটা ইত্যাদি নিয়ে জমি দখল করতে আসে।
জমির মূল মালিকগণ বাধা দিতে আসলে, জমির মালিক মহাসিন আলমকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে চলে যায়।
তার সামনের নিচের শাড়ির দুটি দাঁত ভেঙে যায়। পুলিশ ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- এই জমি জমা নিয়ে মৃতঃ আশসাফ গং সাথে অনেকদিন ধরে বিরত চলে আসছে। সেই বিরোধের জেরেই এই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এক এলাকার এক ব্যক্তি বলেন- এই জমি দখল করে ভূমিদস্যুরা মাদক চোরা কারবারি ও সন্ত্রাসী কাজে লিপ্ত আছে। তাদের কাজে এলাকার মানুষ অতিষ্ঠ ভয়ে কিছু বলতে পারেনা। তারা জোর করে মানুষের জমি দখল করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- গত ১৯ তারিখ বুধবার জমিজমা সংক্রান্ত বিষয়ে মারামারি হয়েছে, মোঃ আনিসুর রহমান বাদি হয়ে থানায় একটি এজহার দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।