");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--1ojwgh .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--1ojwgh .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--1ojwgh .gt_switcher .gt_current{display:none}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--1ojwgh .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখার, এক অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ২ (দুই) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, পাবনা মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ৫ই ডিসেম্বর সোমবার ডিবি পুলিশের এসআই(নিঃ) আব্দুল জলিল, এসআই(নিঃ) মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন ছাতিয়ানী পশ্চিমপাড়া মোঃ ইচাই শেখ, পিতা-মৃত আকন শেখ এর বসত বাড়ী সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
উক্ত অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাতিয়ানী পশ্চিমপাড়ার মৃত শমসের শেখের ছেলে মোঃ আপিল শেখ(৫০)কে মাদক দ্রব্য হেরোইন ক্রয় বিক্রয় করা অবস্থায় ২(দুই) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১৮(আঠারো)টি মাদক মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।