");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--gctk1a .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--gctk1a .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--gctk1a .gt_switcher .gt_current{display:none}.gt_container--gctk1a .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--gctk1a .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--gctk1a .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--gctk1a .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--gctk1a .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--gctk1a .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় প্রেমিকের মাসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া গ্রামে।
এলাকা সূত্রে জানা যায়- শুক্রবার ভোরে নারী পুরুষসহ প্রায় ১৫ জন লোক প্রেমিক সোহেল রানা(২৪) এর বাড়িতে হামলা চালায় প্রেমিকা স্মৃতির স্বজনরা।
এসময় হামলাকারীরা সোহেলের বাড়ির ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
সোহেল চাচা হযরত আলী জানান- সকালে আমরা ঘুয়েই রয়েছি। ঠিক এমন সময় অর্তকৃত হামলা চালায় মেয়ের স্বজনরা। হামলার সময় নগদ ৫ লক্ষ টাপকা ও স্বর্ণালংকার লুট কওে নিয়ে যায় তারা।
তাদের লাঠীর আঘাতে প্রেমিক সোহেলের মা পিয়ারা খাতুন(৪০) ও মর্জিনা(৩৫) আহত হয়। আহতদের সাঁথিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বিলকিস নামের এক মহিলা জানান- সকালে ডাকা ডাকির শব্দ শুনে আমি এগিয়ে আসি। তখন মেয়ের স্বজনদের সোহেল রানার বাড়িতে দলবদ্ধ ভাবে দেখতে পাই।
এদিকে একই গ্রামের রস্তমের মেয়ে স্মৃতির(এসএসসি পরীক্ষার্থী) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাহেব আলীর ছেলে সোহেল রানার। এতে বাঁধা হয়ে দাঁড়ায় স্মৃতির পরিবার।
গত ৩১শে আগস্ট প্রেমিক যুগল প্রেমের টানে নিরুদ্দেশ হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। অপর দিকে শুক্রবার সকালে স্মৃতির পরিবার মেয়েকে খুঁজে না পাওয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন- মেয়ে পক্ষ ছেলের বাড়িতে সকালে গিয়েছিল।
শুক্রবার সকালে স্মৃতির পরিবার মেয়েকে খুঁজে না পাওয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে তারা ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।