সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা পুঠিয়া কান্দ্রা কলাবাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুরে গাঁজাসহ গ্রেফতার ২ ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫ নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাংবাদিকতার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ পীরগাছা প্রেসক্লাব রংপুরে “জুলাই অভ্যুত্থান ও শ্রমজীবীদের হিস্যা” শীর্ষক আলোচনা দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করা হবে- সহকারী পুলিশ সুপার ধুনটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নড়াইলের নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” র‍্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প ফুলবাড়ীতে আবাসিক হোটেলে চলছে অনৈতিক কর্মকান্ড নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১ ফুলবাড়ীতে গাছের চারা বিতরণ বয়স ৭০, রিকশার প্যাডেলে তার জীবনযুদ্ধ খুন হওয়া ইরফানের পিতাকে তারাগ‌ঞ্জ উপজেলা প্রশাসনের ভ্যান প্রদান জাতীয়তাবাদী ফোরাম বিএনপির কোন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়

পীরগঞ্জে সেচ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোপিত ধান মরে যাওয়ার উপক্রম

পীরগঞ্জ উপজেলার ৮নম্বর রায়পুর ইউনিয়নের দাড়িকামারী গ্রামের খলিলুর রহমানের ভরা মৌসুমে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় প্রায় ৮ একর জমির ধান শুকিয়ে মরার উপক্রোম হয়েছে। জমির মালিকরা উপজেলা বিএডিসি, উপজেলা সেচ কমিটি, উপজেলা কৃষি অফিস এবং বিদ্যুৎ অফিসে একাধিকবার গিয়েও সমাধান পায়নি। ঘটনাটি ঘটেছে রায়পুর ইউনিয়নের দ্বাড়িকামারী গ্রামে।

জানা গেছে, উক্ত গ্রামের মৃত কেরামতউল্লাহর পুত্র খলিলুর রহমান ২০২২ সালে উপজেলা সেচ কমিটির নিকট আবেদন করে একটি সেচ লাইসেন্স পায়। যার নম্বর ২৭৯২। গরীব কৃষক সে বছর লাইসেন্স পেয়েও বিদ্যুৎ সংযোগ নিতে ব্যার্থ হয়। এর পরের বছর লাইসেন্স পুনরায় নবায়ন করে রংপুর শঠীবাড়ি পল্লীবিদ্যুৎ সমিতি থেকে দুটি খুটি একটি ট্রান্সফরমার প্রায় দেড় লক্ষাধীক টাকা খরচ করে বিধি অনুযায়ি সংযোগ নিয়ে নিজের জমি ছাড়াও কমান্ডিং এলাকার মধ্যে ফসির উদ্দিন এর পুত্র বাদসা মিয়া, গাবুর আলীর পুত্র আশরাফুল আলম, মমতাজ আলীর পুত্র ইদ্রিস আলী, আবেদ আলীর পুত্র গোলজার রহমান সহ প্রায় ১০ জন কৃষকের জমিতে পানি সেচ দিয়ে ইরি বোরো ধান ও বিভিন্ন ফসল উৎপাদন করে আসছে।

বর্তমানে রোপন করা ধানগুলো ও অন্যান্য ফসল মাঝামাঝি সময় চলে আসায় পার্শবর্তী সেচ মটোরের মালিক সরকারি দলের ক্ষমতা দেখিয়ে ইউপি সদস্য ববিতা বেগম উপজেলা নির্বাহী অফিসারের নিকট খলিলের মটরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান পীরগঞ্জ পল্লীবিদ্যুৎ পীরগঞ্জ সাব স্ট্রেশনের ডিজিএম সাহেবকে সংযোগটি বিচ্ছিন্ন করার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা বিএডিসি সাব স্ট্রেশন সহকারী প্রকৌশলী বলেন বিধি অনুযায়ি খলিলকে লাইসেন্স প্রদান করা হয়েছে। পীরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুল ইসলাম বলেন জে এল নং-৯৬, খতিয়ান নং-৪২, দাগ নং-১৩৩ এর নির্দিষ্ট স্থানে (এচঝ-২৫.৪২৩৬৭৫৮, ৮৯.২৬৪৫২১৫) বৈধ কাগজপত্র দেখেই সংযোগটি দেওয়া হয়েছে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান বলেন লাইসেন্সধারী খলিল তার লাইসেন্সটি বৈধ। তবে সে একটি অপকর্ম করেছে।

এ বিষয়ে রংপরের জেলা প্রশাসক মহোদয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন “যেহেতু বোরো মৌসুমের মাঝামাঝি সময়, এ সময় সংযোগ বিচ্ছিন্ন হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে, আমাকে আপনারা একটা আবেদন দিন, বিষয়টি দেখছি”। এদিকে প্রায় মাসাধিক কাল থেকে জমিগুলোতে পানি না দেওয়ায় ধানের গাছ শুকিয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে। এলাকার জনপ্রতিনীধি রাজনৌতিক দলের নেত্রিবৃন্দ সুসিল সমাজ যথাযথ কর্তৃপক্ষের নিকট যত দ্রæত সম্ভব সংযোগটি দেওয়া আহবান জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com