রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
পদ্মা সেতু চালুর পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে লঞ্চ-স্পিডবোট-ফেরিসহ সব সেবা। ফলে ঘাট ঘিরে যারা জীবিকা নির্বাহ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের হকার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়- বাংলাবাজার-শিমুলিয়া ঘাট ঘিরে হাজারো হকার জীবিকা নির্বাহ করতেন।
গত ২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর অচল হয়ে পড়েছে ঘাট। চলছে না লঞ্চ, ফেরি, স্পিডবোট। এতে দুচিন্তায় পড়েছেন হকাররা- কিভাবে চলবে তাদের সংসার
ঘাটের পাশে বন্ধ চায়ের দোকানে বসে কথা হয় মুড়ি বিক্রেতা কাজলের সঙ্গে।
তিনি বলেন- যখন লঞ্চ-ফেরি চলত, তখন এক দিনে হাজারখানেক টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে ঘাটে কোনো লোকজন আসে না। তাই আমাদের আর বেচাকেনা হয় না। জমি-জমা নেই, সরকার যদি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে বাঁচতে পারতাম
মাদারীপুরের রুহুল আমিন বাংলাবাজার ঘাটে বিভিন্ন রকমের ফল বিক্রি করতেন।
তিনি বলেন- সরকারের কাছে আমাদের একটা আবেদন, সরকার হকারদের জন্য যেন কিছু একটা করে দেয়। সামনে বিকল্প পথে আয়ের রাস্তা খুবই কম। জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে দিয়েছি পদ্মার পাড়ে। এখন কৃষিকাজ বা মাছ ধরা ছাড়া আর কী করব? আমাদের এত টাকা নেই যে ব্যবসা করব।
বাংলাবাজার ঘাটের হকার দের কথা ‘যদি ঘাট না থাকে তাহলে আমগো ব্যবসা বন্ধ হইব। খামু কী, পরমু কী। ব্রিজের ওপর আমাদের কোনো ব্যবসা চলবে না। সরকার যদি আমাদের কিছু ঋণ দিত, ঋণের টাকা দিয়ে নতুন করে কিছু করে খাইতে পারতাম।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com