বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
জানাইয়া প্রবাসী সংঘের সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী হাজী রইছ আলী বলেছেন, বিশ্বনাথ প্রেসক্লাব একটি সুনামধন্য প্রতিষ্ঠান।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রেসক্লাবের সাংবাদিকরা দেশে-বিদেশে সুনাম বৃদ্ধি করেছেন।
প্রেসক্লাবের সাংবাদিক নেতারা আর্ত্ব৷ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করেছেন। প্রেসক্লাবের যে কোন উন্নয়নে প্রবাসীরা পাশে আছেন, পাশে থাকবেন।
তিনি মঙ্গলবার ১৩ই ডিসেম্বর সন্ধায় বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, মোঃ আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সংগঠক কয়ছর আহমদ, এনটিভি ইউরোপের ক্যামেরা পারর্সন আফজল মিয়া প্রমুখ।