মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
মোঃ ছিদ্দিক- দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত মা আয়েশা (রাঃ)’র নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে “বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর,বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান”এমন শ্লোগানে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার ১৪ই জুন সকাল ১০টায় দৌলতখান বাজার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে নবী প্রেমের দৃষ্টান্ত দেখাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলাম অংশ গ্রহন করেন।
দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি দৌলতখান বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসেই সমাবেশ টি শেষ হয়।
এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন।বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো। আগামীতে হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।