শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩রা মে বিকেলে কারাগারের ভেতরে তার মৃত্যু হয়। নিহত সুধির পাল(৪০) শিবচর উপজেলার কাঁচিকাটা গ্রামের বিকাশ পালের ছেলে।
মাদারীপুরে কারাগারে কয়েদির মৃত্যু মাদারীপুর জেলা কারাগার ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে- গত ২৫শে জানুয়ারী একটি চেক প্রতারণা মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত হয়ে মাদারীপুর জেলা কারাগারে আসেন সুধির পাল। এরইমধ্যে বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও চিকিৎসা করিয়ে আনা হয়। মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা কারাগারে আবারও হঠাৎ অচেতন অবস্থায় দেখতে পান অন্য কয়েদি ও হাজতিরা। পরে কারাগার কর্তৃপক্ষকে জানালে তারা তাৎক্ষণিক তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
মাদারীপুর জেলা কারাগারের মেডিকেল অফিসার ডাঃ অখিল সরকার জানান- হৃদক্রিয়া বন্ধ হয়ে সুধিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর কুমার মজুমদার জানান- জেলা কারাগারের কয়েদি সুধির পালের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।