বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ ৮ মামলার আসামি ও সন্ত্রাসী রুবেল মাতুব্বরসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ১৫ই জানুয়ারি রাত ৯টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর(৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি। অপরদিকে রুবেল আকন শহরের পুরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী।
স্বজনদের অভিযোগ- মাদারীপুর শহরের কাঠপট্টিতে সড়কের পাশের একটি দোকানে হালিম খাচ্ছিল পূর্ব রাস্তি এলাকার রুবেল মাতুব্বর। রোববার রাত ৯টার দিকে মুখোশ পরে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাঁধা দিলে গেলে পাশে থাকা কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকনকেও কোপাতে থাকে দুর্বৃত্তরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পালিয়ে লক্ষীগঞ্জের দিকে যায় হামলাকারীরা। পরে দু‘জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রুবেল মাতুব্বরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাৎ জাহিদ আরেফিন জানান- আহত দু‘জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান- এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।