বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ফকির(৬৩) উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মৃত আদম আলী ফকিরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- শুক্রবার সন্ধ্যায় ভ্যাটারীচালিক ভ্যানে চড়ে নিজ বাড়ি থেকে বাহাদুরপুর যাচ্ছিল মান্নান। ভ্যানটি শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী মান্নানয় মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায মান্নানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ হাসপাতালে রাখা আছে।