রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর পৌরসভার ময়লার ভাগার থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। তবে নবজাতকের পরিচয় মেলেনি। নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়- রাজৈর পৌর এলাকার টেকেরহাট বন্দরের হাজী হাশমত ফিলিং স্টেশনের অপর দিকে পৌরসভার ময়লার স্তূপের ভাগার থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের মরদেহ স্থানীয়রা দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে।
রাজৈর উপজেলা মানবাধিকার সংগঠনের সম্পাদক এস এম ফেরদৌস হোসাইন বলেন- সবাই যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে, এ ধরনের গ্রহীত কাজ সমাজে ভবিষ্যতে হবে না।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন- সাধারন ডায়েরি সুত্রে পোস্ট মর্টেম রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।