রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যান ব্যাংক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মাদারীপুরের শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৩তম শাখার যাত্রা শুরু করেছে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন- প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ও প্রবাসী কল্যান ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডঃ আহমেদ মনিরুছ সালেহীন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী, জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মোঃ খাইরুজ্জামান খানসহ শিবচর শাখার প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।