শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃ জেলা চোর চক্র, অস্ত্রধারী অপরাধী’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এর’ই ধারাবাহিকতায় গতকাল শনিবার ২৮শে মে,২০২২ইং তারিখে র্যাব-১৫‘র একটি আভিযানিক দল বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন রোয়াংছড়ি বাজারস্থ আল মদিনা হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আনুমানিক ৩টা ৫ ঘটিকায় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে যুদ্ধরাম ত্রিপুরা(৫০), পিতা- মানলা ত্রিপুরা, মাতা- রুজেরুং ত্রিপুরা, সাং- রামদু পাড়া, ১নং ওয়ার্ড, ৪নং গ্যালেঙ্গা ইউপি, থানা- রুমা, জেলা- বান্দরবান, (বর্তমানে বড়–য়ারটেক (স্বপন বড়–য়ার ভাড়া বাসা), ৩নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-সদর, জেলা-বান্দরবান)’কে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে, যা সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি বাজারের ব্যাগের ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২ (দুই) কেজি আফিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান জেলার রোয়াংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল পূর্বক তাকে থানা পুলিশেী কাছে হস্তান্তর করা হয়।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।