শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার ১০ই এপ্রিল ২০২২ইং তারিখ দুপুর ২টা ১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনীস্থ (মাজারের সামনে) এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার পূর্বক রাজশাহীর আসাম কলোনির কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল’সহ ০৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব।
অভিযান চলাকালীন সময় মাদক কারবারিদের হেফাজত হতে যথাক্রমে, (ক) ১৯ কেজি ভাং গাছ, (খ) ৮.৪ কেজি শুকনা ভাং উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ রুবেল (৪২), পিতা- মোঃ আঃ রাজ্জাক, ২। মোঃ ইউনুস(৪০), পিতা- মৃত চান মিয়া, ৩। মোঃ বিপ্লব(৩৩), পিতা- মৃত আবুল কাশেম, ৪। মোঃ বাদল(৩৫), পিতা- মৃত বাদশা, সর্বসাং- আসাম কলোনী (১৮নং ওয়ার্ড), ৫। মোঃ সাহেব আলী বাবু(৩৪), পিতা- মৃত গোলাম রসূল, সাং- নিউ কলোনী বউ বাজার, সর্বথানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর, ৬। মোঃ শহিদ হোসেন(৩০), পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- পুঠিয়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী, ৭। মোঃ ওহেদ শেখ(৩৩), পিতা- মোঃ ওহাব শেখ, সাং- গোয়ালপাড়া, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর।
ঘটনার বিবরণে প্রকাশ-সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ১৮-নং ওয়ার্ডের আসাম কলোনীস্থ (মাজারের সামনে) জনৈক মোঃ পঁচা(৭০) এর কয়লা/ছাই মিলের পিছনাংশে ধৃত ১নং আসামী মোঃ রুবেল(৪২) সহ টিনশেড রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাং ও ভাং গাছ নিজেদের হেফাজতে রাখিয়া বিক্রয়ের জন্য প্রস্তুত করিতেছে।
উক্ত সংবাদটি পাওয়া মাত্রই রাত্রী ০২ঃ১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া মাদক ব্যবসায়ীরা কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ রুবেল সহ ৭ (সাত) জনকে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত এলাকা বাসীরা জানায় আটককৃত আসামীরা স্থানীয় একটি সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। এরা দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া খুচরা ভাবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। তারা এলাকায় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করে বলে দাবী করত। যার ফলে এলাকাবাসীরা কেউ এই সংঘবদ্ধচক্রের বিরুদ্ধে কোন অভিযোগ করলে তাদেরকে বিভিন্ন ধরণের মাদক দিয়ে ধরিয়ে দিত বলে এলাকাবাসী জানায়।
সংঘবদ্ধ চক্রটির এ ধরণের মাদক কর্মকান্ডের কারণে তারা অতিষ্ঠ এবং আতঙ্কগ্রস্থ। র্যাব এর অভিযানে তাদের আটক করার কারণে এলাকাবাসীরা র্যাব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন কু-কীর্তির কথা উপস্থিত র্যাব সদস্যদের কাছে বর্ণনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ চক্রে আরও একাধিক সদস্য রয়েছে। এসব সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাব এর অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারি ওই আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১৮ (খ)/ ৩৬ (১) সারণী ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার তথা কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেলসহ ৭ আসামীকে গ্রেফতারের বিষয়টি সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে ইতোমধ্যেই অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।