শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে আমরা উন্নত বাংলাদেশ পেতাম না বলেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের নাট মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
এসময় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অমূল্য কুন্ডুর সভাপতিত্বে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- নাট মন্দিরের পৃষ্ঠপোষক নীহার বালা সাহা, অচিন্ত কুমার সাহাসহ পরিবারের সদস্যরা। এর পর চীফ হুইপ ইউনাইটেড ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ও এক প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।