রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। টঙ্গীর শফিউদ্দিন রোডে আউচপাড়া এলাকায় ফাতেমার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল্লা আল মামুন জানান- গত ১৪ই জুন আমি আমার গ্রামের বাড়ি জামালপুরে যাই। পরে ১৮ই জুন বাসায় ফিরে রুমের তালা খুলে প্রবেশ করে রুমের জিনিসপত্র এলোমেলো দেখতে পাই।
পরে আলমারি চেক করে দেখতে পাই আমার স্ত্রীর ব্যবহৃত স্বর্ণলংকার ও নগদ টাকাসহ মোট ৬ লক্ষ টাকার মত চুরি হয়ে গেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনার তদন্ত চলছে, পরে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।