রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এরশাদনগর ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর এরশাদনগর ১নং ব্লকের মৃত জসিমের ছেলে কামাল হোসেন(৩০), রাজশাহী জেলার দুর্গাপুর থানার আলিপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আলামিন(২৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ফাটা পাড়া গ্রামের একরামুল হকের ছেলে শরিফ উদ্দিন (২৯)।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান- বিশেষ অভিযান চালিয়ে ১ শত গ্রাম হেরোইনসহ আসামীদের গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।